Hindustan Times
Bangla

দুর্গাপুজো মানেই হরেক রকম খাওয়া দাওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করা। 

এই সময় বাড়িতে বানিয়ে ফেলুন এই ৫ মিষ্টি। 

rতালিকায় অবশ্যই থাক পায়েস। বাঙালিদের যে কোনও শুভ অনুষ্ঠানেই পায়েস বানানো হয়। এবারও সেটা বানাতে পারেন। 

ছানার জিলিপিও কিন্তু মন্দ হবে না এই সময় বানালে। 

পনীর, খোয়া ক্ষীর, ময়দা দিয়ে চটপট বানিয়ে নিতে পারেন এটা। 

নলেন গুড়ের সন্দেশ তো মিষ্টির দোকানে কিনতে পাওয়াই যায়। যদি চান এই পুজো উপলক্ষ্যে সেটা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারেন। 

শীতকাল আসতে এখনও খানিক দেরি। তবুও পুজোর আমেজে কিন্তু পাটিসাপটাও বানাতে পারেন। 

টক দই, মিষ্টি দই তো আছেই। ছক ভেঙে এবার বাড়িতে বানান ভাপা দই।