Hindustan Times
Bangla

দুৃর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট, দেখে নিন মহালয়া থেকে ভাইফোঁটার তারিখও

শুরু হয়ে  গিয়েছে কাউন্টডাউন। দিকে দিকে বারোয়ারি পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে স্বভাবতই দুর্গাপুজো ২০২৩ এর নির্ঘণ্টে চোখ বোলাতে ইচ্ছে করবেই। 

২০২৩ সালে দুর্গাপুজো কবে পড়েছে? মহালয়া বা ভাইফোঁটাই বা কবে? প্রাণের উৎসবের ছুটির ক্যালেন্ডারে ঝটপট বুলিয়ে নিন চোখ।

২০২৩ সালের দুর্গাপুজোর মহালয়া  ১৪ অক্টোবর। রেডিওতে সেদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী' শোনার পালা আপামর বাঙালির।

২০২৩ সালের দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে ১৯ অক্টোবর। মহাষষ্ঠী পড়েছে  ২০ অক্টোবর, মহা সপ্তমী ২১ অক্টোবর।

মহাষ্টমী ২২ অক্টোবর, মহানবমী ২৩ অক্টোবর, মহাদশমী ২৪ অক্টোবর চলতি বছরে পড়ছে। 

লক্ষ্মীপুজো পড়েছে ২৮ অক্টোবর। কালীপুজো পড়েছে ১২ নভেম্বর সম্পন্ন হবে।

২০২৩ সালের ভাইফোঁটা পড়েছে ১৪ নভেম্বর। দেবী দুর্গার আবাহন থেকে শুরু হয় বাঙালির প্রাণের উৎসব। আর তা ভাইফোঁটা পর্যন্ত চলে।