Hindustan Times
Bangla

এবার  দেশের সমস্ত রাজনৈতিক দল নিজেদের আর্থিক অ্যাকাউন্ট ফাইল করতে পারবে অনলাইনে।

এমনই এক নয়া বিধি এনেছে দেশের নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন এবার এক নয়া ওয়েবসাইট আনছে এই বিধির লাগু করতে।

'কনট্রিবিউশন রিপোর্ট', 'অডিটেড অ্যানুয়াল অ্যাকাউন্টস' সমেত একাধিক ধরনে এই রিপোর্ট দেওয়া যাবে।

এছাড়াও 'ইলেকশন এক্সপেন্ডিচার স্টেটমেন্ট' এও দেওয়া যাবে তথ্য।

রাজনৈতিক দলগুলিকে এই তিন ধরনের আর্থিক হিসাব ECকে দিতে হবে।

নির্বাচন কমিশনের কাছে এই হিসাব জমা পড়ার জন্যই খোলা হচ্ছে এই নয়া পোর্টাল।

পার্টিগুলির সশরীরে ফাইলিংয়ের ক্ষেত্রে সমস্যা কাটাতে এই পদক্ষেপ ECর বলে জানানো হয়।

এছাড়াও পার্টিগুলি যাতে নির্দিষ্ট সময়ে ফাইল করতে পারে, তার দিকে তাকিয়ে এমন পদক্ষেপ।