By
Published 13 Feb, 2025
Hindustan Times
Bangla
ভারত সফরে এসেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। কনসার্টের ফাঁকে এই সফর জমিয়ে উপভোগ করছেন শিরান।
বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার আগে এড শিরান পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ, অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করতে, সেখানে অরিজিতের স্কুটি চড়ে ঘোরেন জিয়াগঞ্জ।
তবে শুধুই গান নয়, এড শিরানের আরও এক ভালোবাসা ফুটবল। বেঙ্গালুরুর কনসার্টের ফাঁকেই তাঁর ল্য়াপটপে ফুটবল ম্যাচে চোখ রাখতে দেখা যায় তাঁকে।
ফুটবলের প্রতি ভালোবাসা শিরানকে মিলিয়ে দেয় বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। জনের সঙ্গে দেখা করেন এই ব্রিটিশ পপ গায়ক।
শুধু তাই নয়, শিলং-এ গিয়ে মেয়েদের একটি ফুটবল ক্লাবে পৌঁছে যান শিরান।
শিলং-এর এই ক্লাবে এড শিরানের সঙ্গে ছিলেন জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া।
এদিকে ভারত সফরে এসে ইতিমধ্যেই পুণে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে কনসার্ট করেছেন শিরান।
তবে শুধুই ফুটবল নয়, শিরানের ক্রিকেটের প্রতি ভালোবাসাও রয়েছে।
রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার রিয়ান পরাগ এবং তুষার দেশপান্ডের সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে।
রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ শেন ওয়ার্নের ২৩ নমবর জার্সি এবং একটি ব্যাট উপহার দিয়েছেন শিরানকে।
১৫ ফেব্রুয়ারি দিল্লি এনসিআর-এ শেষ কনসার্ট রয়েছে এড শিরানের। তারপরই তিনি ফিরবেন দেশে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…