By Tulika Samadder
Published 27 May, 2023

Hindustan Times
Bangla

বচ্চন পরিবারের সদস্যরা কত দূর পড়াশোনা করেছেন?

অমিতাভ বচ্চন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের করোরি মাল কলেজে থেকে বিএসসি পাস কোর্সে গ্র্যাজুয়েট হন অমিতাভ। 

জয়া বচ্চন

জয়া স্নাতক ডিগ্রি নেন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে।

অভিষেক বচ্চন

বোস্টন বিশ্ববিদ্যালয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করছিলেন অভিষেক। তবে পরিবারের আর্থিক সমস্যার কারণে তা শেষ করতে পারেননি। 

ঐশ্বর্য রাই বচ্চন

মুম্বইয়ের রচনা সংসদ একাডেমি অফ  আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন ঐশ্বর্য। তবে মডেলিংয়ের জন্য মাঝপথেই তা ছেড়ে দেন। 

শ্বেতা বচ্চন নন্দা

সুইজারল্যান্ড থেকে স্কুলিং শেষ করে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন শ্বেতা।

 নভ্যা নভেলি নন্দা

ডিজিটাল টেকনোলজি এবং ইউএক্স ডিজাইনের উপর ফরধাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি নেন। 

অগস্ত্য নন্দা

অগস্ত্য লন্ডনের সেভেনোআক্স স্কুল থেকে পড়াশোনা করার পর, ২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করেন।

আরাধ্যা বচ্চন

অভিষেক-ঐশ্বর্যর ১১ বছরের মেয়ে এখন স্কুলে রয়েছেন। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সে।