By
Published Feb 8, 2023

Hindustan Times
Bangla

চুলে বড় আর ঘন হবে ডিম দিয়ে তৈরি ৩ হেয়ার প্যাকে

চুল ভালো রাখতে ডিমের জুরি মেলা ভার।  ভিটামিনে সমৃদ্ধ ডিম আপনার চুলকে দেয় প্রয়োজনীয় সমস্ত পুষ্টি। 

ভিটামিন এ, ই, বায়োটিন আর ফোলেট আপনার চুলকে পুষ্টি জুগিয়ে ঘন আর মজবুত করে তোলে। সঙ্গে এটি আপনার চুলকে স্প্লিট এন্ডসের হাত থেকেও রক্ষা করে। 

চুলের জন্য উপকারী ৩ হেয়ার মাস্কের খোঁজ রইল আপনাদের জন্য-

কলা চটকে নিন। এবার তার সঙ্গে একটা গোটা ডিম আর ১ চামচ মধু মিশিয়ে গোটা চুলে লাগিয়ে নিন। ৬০ মিনিট রাখতে হবে ধোওয়ার আগে।

একটা ডিমের সাদা অংশ, ১ চামচ নারকেল তেল আর ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। চুলে ১০ মিনিট ম্যাসাজ করে ৩০ মিনিট রাখুন।

ডিম ফেটিয়ে তার সঙ্গে ৩-৪ টেবিল চামচ দই মিশিয়ে নিন। একটা ব্রাশের সাহায্যে এটা মাথায় লাগিয়ে রাখুন ১ ঘণ্টা।

আরও ওয়েব স্টোরিজের জন্য