By
Published 14 Jul, 2023
Hindustan Times
Bangla
ভারতে 'চন্দ্রযান ৩' এর সফল উৎক্ষেপণের দিনই জাপানের স্পেস এজেন্সিত ে দুর্ঘটনা!
টেস্টিং করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে জাপানের স্পেস এজেন্সির এপসিলন রকেট ইঞ্জিনে।
দ্বিতীয় স্তরে থাকা ইঞ্জিনটির টেস্টিংয়ের এক মিনিটের মাথায় বিস্ফোরণ হয়। তবে ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।জাপানের স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এপিলসন সিরিজের খ্যাতি রয়েছে।
সেই সিরিজেরই এপসিলন এস ঘিরে কর্মকাণ্ড চলছিল সেদেশের নেপিলসন টেস্টিং সেন্টারে। সেখানেই ঘটে এই বিস্ফোরণ।
এর আগে, এপসিলন ৬কে বসিয়ে দেওয়ার নির্দেশ এসেছিল। ২০১৩ সালে এই সিরিজের প্রথম রকেট বিস্ফোরণ হয়।