By Priyanka Bose
Published 28 Aug, 2023

Hindustan Times
Bangla

সেরা চোখের মেকআপ করবেন কীভাবে, রইল টিপস

চোখের মেকআপ যদি প্রমিনেন্ট না হয় তাহলে পুরো সাজটাই মাটি! কীভাবে আপনার চোখ সুন্দর ও মোহময়ী করে তুলবেন, রইল টিপস-

চোখের মেকআপ করতে হলে কিছু জিনিস আপনাকে কাছে থাকতে হবে। সেগুলি হলো মাস্কারা, আইশ্যাডো প্লেট, কাজল, আই লাইনার, আই ব্রাশ, মেকআপ প্রাইমার, শিমার, ফেস পাউডার। ব্যাস এই'কটি জিনিস থাকলেই যথেষ্ট।

প্রথমে ভালো করে মুখ ধুয়ে মুখে ও চোখের ওপর মেকআপ প্রাইমার লাগিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। চোখের নিচেও ভালো করে লাগিয়ে নিন। যাতে চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে তা ঢেকে যায়। তবে এর জন্য আপনি আন্ডার আইক্রিম ও ব্যবহার করতে পারেন।

এবার আপনার ড্রেসের কালারের সঙ্গে ও স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে  আই শ্যাডো লাগান। আবার চোখের ওপরের দিকে লাগান ও ভালো করে ব্লেন্ড করে নিন। যত ভালো করে ব্লেন্ড করবেন তত সুন্দর লাগবে দেখতে।

আইশ্যাডো লাগানো হয়ে গেলে এবার সময় লাইনার লাগানোর।  এবার চোখের নিচের অংশে হালকা করে কাজল লাগিয়ে নিন। এবার চোখের কোণা থেকে শুরু করে মাঝামাঝি পর্যন্ত হালকা করে শিমার লাগিয়ে নিতে পারেন।

এবার পালা মাস্কারা লাগানোর।  চোখের ওপরের ও নিচের পাতায় মাস্কারা লাগান। চোখের কাজল ও মাস্কারা যাতে স্মাজ না হয় সে জন্য চোখের নিচের অংশে হালকা করে ফেসপাউডার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

চোখের এই মেকআপ কিন্তু পুরো লুককেই চেঞ্জ করে দেবে।