Hindustan Times
Bangla

কাঁচা দুধ দিয়ে ত্বকের পরিচর্যা করেন? অজান্তেই যে বড় ক্ষতি হচ্ছে, তা জানেন

কাঁচা দুধ দিয়ে অনেকেই ত্বকের পরিচর্যা করেন। কিন্তু এই দুধ কি আদৌ ত্বকের জন্য ভালো?

ফেসিয়ালের নানা দ্রব্য ব্যবহারের বদলে অনেকে ঘরৈয়া উপাদানে ভরসা রাখেন। আর সেই উপাদানের মধ্যে একটি হল কাঁচা দুধ।

কিন্তু এই দুধ ত্বকের উপকারের বদলে ক্ষতি করতে পারে। কাঁচা দুধ থেকে ত্বকের অ্যালার্জি হতে পারে।

দুধের মধ্যে রয়েছে ল্যাকটোজ। তাই দুধের কারণে ব্রণও দেখা দিতে পারে।

ত্বকের তেলতেলে ভাব বেড়ে যাচ্ছে? কাঁচা দুধ দিয়ে পরিচর্যা করলে এই সমস্যা আরও বাড়ে বৈ কমে না।

ত্বক সংবেদনশীল হলে কাঁচা দুধের কারণে জ্বালাপোড়া হতে পারে। তাই ব্যবহারের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।