By Priyanka Mukherjee
Published 18 Aug, 2023

Hindustan Times
Bangla

মুটিয়ে যাওয়া ফারদিন অতীত! আদুর গায়ে সেলফি পোস্ট করতেই  প্রশংসার বন্যা

২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফিরোজ খান পুত্র

২০১০ সালে 'দুলহা মিল গায়া' ছবিতে অভিনয়ের পর আমচকাই গায়েব হয়ে যান নায়ক

জানা যায়, বাবার মৃত্যু ও যমজ সন্তানদের অকালে হারিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন 'হে বেবি' তারকা

বছর কয়েক আগে গাল ফোলা, মুটিয়ে যাওয়া ফারদিনের ঝলক ভাইরাল হয়েছিল

কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে! ওজন ঝরিয়ে এখন ফিট ফারদিন, শীঘ্রই কামব্যাক করবেন বলিউডে

২০২১ সালে সঞ্জয় গুপ্তার 'বিস্ফোট' ছবির শ্যুটিং সারেন ফারদিন, যদিও মাঝপথে আটকে সেই প্রোজেক্ট

সূত্রের খবর বনশালির ওয়েব সিরিজ 'হীরামান্ডি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফারদিন

আইফার মঞ্চে মেয়ের সঙ্গে ফরদিন, তাঁর ট্রান্সফরমেশনে মুগ্ধ বলিউডের বন্ধুরা

সমুদ্রের পাড়ে  শার্টলেস ছবিতে হ্যান্ডসাম লুকে ফারদিন, প্রশংসায় ভরিয়েছেন অভিষেক, দিয়া মির্জারা

সম্প্রতি বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল ফারদিনের, যা নস্যাৎ করে স্ত্রীর সঙ্গে একফ্রেমে ধরা দেন অভিনেতা

ফারদিন ভক্তরা আপতত তাঁর কামব্যাকের অপেক্ষায়।