Hindustan Times
Bangla

তেমন জনপ্রিয়তা পায়নি, তবে পরিচালক-অভিনেতা ফারহানের যে ৫ ডায়লগ ভোলা অসম্ভব

৫০ বছরে পা রাখলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এ দিন ভালোবাসায় ঘিরে ছিলেন ‘ডন’ পরিচালক। 

এক কথায় তাঁকে বলা যায় বহুমুখী প্রতিভা। একাধারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক, অভিনেতা, গায়ক, টিভি হোস্ট এমন একাধিক তকমা আছে তাঁর নামের আগে। প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বকীয়, স্বতন্ত্র।

অভিনেতা-পরিচালকের লেখা কম পরিচিত কিন্তু স্মরণীয় সংলাপ কোনগুলি জানেন? একবার ঝালিয়ে নেওয়া যাক-

দিল চাহতা হ্যায়- 'হান ম্যায়, মাগার ও, শুনো তো? তুমনে তো, লেকিন ম্যায়, কাবসে কেয়?'

ডন- 'মুঝে জাংলি বিল্লিয়া বহত পাসান্দ হ্যায়'।

রক অন- 'কম্প্রোমাইজ কউন নেহি করতা'।

লাক বাই চান্স- 'ক্রকোডাইল ইন আ সিফন শাড়ি'।

ZNMD- 'সরি তাব কাহেঙ্গে যাব ইয়া সে নিকলে প্লিজ'।