By Priyanka Bose
Published 25 Mar, 2023
Hindustan Times
Bangla
ফ্যাট থেকে ফিট, ৫ বলিউড অভিনেত্রী ওজন ঝরিয়ে ধরা দেন দুর্দান্ত অবতারে
'দম লাগাকে হাইশা' ছবিতে অতিরিক্ত ওজন নিয়ে একজন মহিলার চরিত্রে অভিনয় করেন ভূমি পেডনেকর
ছবির পর অতিরিক্ত ৩৫ কেজি ঝরিয়ে একেবারে ফিট অবতারে ধরা দেন ভূমি
সলমন খানের 'দাবাং' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সোনাক্ষী সিনহা। সেই তাঁর ওজন ছিল ৯৫ কেজি।
কড়া ডায়েট এবং জিমে প্রচুর ঘাম ঝরিয়ে ৩০ কেজি ওজন কমিয়ে ধরা দিয়েছেন সোনাক্ষী
একসময় অতিরিক্ত ওজনের জন্য সমস্যা ভুগছিলেন অভিনেত্রী সোনম কাপুর, সেই সময় তাঁর ওজন ছিল ৮৬ কেজি
'সাওয়ারিয়া' ছবিতে ডেবিউয়ের আগে ৩৫ কেজি ওজন ঝরিয়ে অভিনেত্রী
৬ মাসে ২৫ কেজি ওজন ঝরিয়েছেন 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়া
সঠিক নিয়ম মেনে চলা, কড়া ডায়েট এবং রাত ৮টায় রাতের খাবার খেয়ে নিতেন পরিণীতি
'কেদারনাথ' ছবিতে ডেবিউয়ের আগে ৯৬ কেজি ওজন ছিল সারা আলি খানের। অভিনেত্রী PCOD-তে ভুগছিলেন।
ছবিতে ডেবিউয়ের আগে ৩০ কেজি ওজন ঝরান অভিনেত্রী। বর্তমানে তিনি বলিউডের অন্যতম ফিটেস্ট নায়িকা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন