Hindustan Times
Bangla

পুরনো হিন্দি ছবিতে দেখানো দজ্জাল, রাগি, কঠোর বাবার যে লুক দেখানো হতো তাতে বেশ বদলে এসেছে। ধীরে ধীরে বর্তমান সময়ে একজন বাবা এবং তাঁর সন্তানদের মধ্যে কেমন সম্পর্ক সেটাকে তুলে ধরা হয়েছে। 

এর মধ্যে আছে একাধিক ছবি তবুও তার থেকে বেছে নেওয়া সেরা ৭ ছবি কোনগুলো দেখুন। আজ রবিবার, তার উপর পিতৃ দিবস, দুটোকে উদযাপন করতে দেখুন এই ছবিগুলো। 

কাপুর অ্যান্ড সন্স (২০১৬) ঋষি কাপুর অভিনীত এই ছবিতে বাবা এবং ছেলেদের সম্পর্ককে সুন্দর করে তুলে ধরা হয়েছিল। তিন প্রজন্মের গল্প দেখানো হয় এখানে। 

ঋষি কাপুর, ফাওয়াদ খান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট প্রমুখকে দেখা গিয়েছিল অভিনয়ে। 

পিকু (২০১৫) অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিতে বাবা মেয়ের একটা মিষ্টি সম্পর্কের কথা ফুটে উঠেছিল। বয়স্ক বাবা এবং তাঁর মেয়ের মধ্যে কেমন সম্পর্ক হয় সেটারই প্রতিচ্ছবি ছিল এই ছবি। 

অভিনয়ে দীপিকা পাড়ুকোন, ইরফান খান ছিলেন বিগ বি ছাড়াও। 

জওয়ানি জানেমন (২০২০) মজার ছলে বাবা মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে এখানে। বাবারা বাইরে দিয় কঠোর হলেও তাঁরা তাঁদের সন্তানকে ঠিক কতটা ভালোবাসেন সেটা এখানে দেখানো হয়েছে। 

সইফ আলি খান এবং আলায়া এফকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। 

দঙ্গল (২০১৬)  আমির খান অভিনীত এই ছবিতে বাস্তবের বাবা এবং মেয়েদের লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছিল। নিজে যে স্বপ্ন পূরণ করতে পারেননি সেটা মেয়েদের দিয়ে কী করে করান সেটাই দেখানো হয়। 

অভিনয়ে আমির খান ছাড়াও ছিলেন সানিয়া মালহোত্রা, ফতিমা সানা শেখ, প্রমুখ। 

আংরেজি মিডিয়াম (২০২০) এটা ইরফান খানের শেষ প্রজেক্ট ছিল। মেয়ের স্বপ্ন পূরণ করতে কী করেন সেটাই দেখানো হয় এখানে। 

রাধিকা মদন এখানে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। 

ছিছোরে (২০১৯) একজন মুক্তচেতা প্রাণবন্ত ছেলে থেকে একজন দায়িত্বশীল বাবা হয়ে ওঠার গল্প বলে এই ছবি। সঙ্গে বন্ধুত্ব যাপনের। ছেলে আত্মহত্যা করতে গেলে বাবা কী করে তাঁকে সুস্থ করে সেটাই এই ছবি মূল বিষয়। 

বাবার অভিনয়ে সুশান্ত সিং রাজপুত এবং ছেলের ভূমিকায় মহম্মদ সমদকে দেখা গিয়েছিল। 

ওয়েক আপ সিড (২০০৯) ছেলেদের একের পর এক ভুল, দুর্ব্যবহার মেনে নিয়েও তাদেরকে কী করে বাবারা কাছে টেনে নেয়, পাশে থাকে সেই গল্পই দেখা গিয়েছিল এখানে। 

রণবীর কাপুর এবং অনুপম খেরকে দেখা গিয়েছিল এই ছবিতে বাবা এবং ছেলের চরিত্রে।