Hindustan Times
Bangla

পায়ের দুর্গন্ধের সেরা দাওয়াই বেছে নিন, সব ভোগান্তি শেষ এবার

পায়ের দুর্গন্ধ মাঝে মাঝেই আমাদের অপ্রস্তুতে ফেলে। তাই এর সুরাহাও খোঁজেন অনেকে। 

একটি সাবান ও ব্রাশ দিয়ে নিয়মিত পা ঘষে পরিষ্কার করুন। দিনে অন্তত একবার করলে সমস্যা সহজেই দূর হয়। 

পায়ের ফাইলিং করে মৃত কোষগুলি দূর করুন। এর থেকেও পায়ে দুর্গন্ধ হয়। 

দীর্ঘক্ষণ মোজা পরে থাকলে পা ঘামে। দিনে একবার মোজা পাল্টে নিন। 

মোজার মতো করেই জুতোও পাল্টান। একজুতো দীর্ঘ সময় পরে থাকলে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা বেশি। 

এমন মোজা পরুন যা ঘাম শুষে নেয়। এতে দুর্গন্ধ হবে না।

গরমে একটু হালকা জুতো পরুন‌। খুব আঁটোসাঁটো জুতো পরলে হাওয়া চলাচল করতে পারে না।

তুলোতে অল্প অ্যালকোহল নিয়ে রাতে শোওয়ার আগে পায়ের তলা ঘষে নিন। দুর্গন্ধ দূর হবেই।