By Priyanka Bose
Published 29 Jan, 2024
Hindustan Times
Bangla
ফিল্মফেয়ারে হাজির আলিয়া, রণবীর থেকে জাহ্নবীরা, কার সাজে রইল কোন চমক
৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কালো-স্যুট বুটে ঝাঁ চকচকে লুকে দেখা মিলল রণবীর কাপুরের।
গোল্ডেন রঙের গাউনে দ্যুতি ছড়ালেন আলিয়া ভাট।
কালো, মেটালিক বডি হাগিং গাউনে ধরা দিয়েছেন তৃপ্তি দিমরি
লাল শাড়িতে লাস্যময়ী করিনা কাপুর খান
স্ত্রীর সঙ্গে এ দিন অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন টোটা রায় চৌধুরী।
কালো স্যুট-প্যান্ট পরে হাজির করণ জোহর।
কালো আউটফিটে গ্ল্যামারাস লুকে ধরা দেন সারা আলি খান।
কালো গাউন পরে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর।
মাল্টি কালার শাড়ি পরে দেখা গিয়েছে করিশ্মা কাপুরকে।
অ্যাওয়ার্ড নাইটে ফ্লোরাল প্রিন্ট আউটফিট পরে হাজির ওরি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন