By Sritama Mitra
Published 16 Sep, 2023
Hindustan Times
Bangla
কলকাতার প্রথম ব্রেস্ট ফিডিং সেন্টার চালু হচ্ছে এই মডেল শৌচালয়ে, রইল ঠিকানা
কলকাতা পুরো এলাকার প্রথম ব্রেস্ট ফিডিং সেন্টার চালু হচ্ছে সোমবার থেকে। এই সেন্টারটি অবস্থিত টালিগঞ্জের নেতাজি নগর লাগোয়া এনএসসি বোস রোডে।
টালিগঞ্জের ওই এলাকায় একটি সাধারণ সুলভ শৌচালয়কে মডেল শৌচালয় হিসাবে সাজিয়ে তোলা হয়েছে।
সুসজ্জিত এই সুলভ শৌচালয়ে মহিলাদের জন্য স্নান ও পোশাক পরিবর্তনের জায়গাও রয়েছে।
সোমবারই ওই শৌচালয় চালু হতে চলেছে। যদিও তার উদ্বোধন বহু আগে করেছেন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস।
ওই শৌচালয় ও ব্রেস্ট ফিডিং সেন্টারে থাকছে শিশুদের জন্য খেলার ঘর। এছাড়াও বড়দের জন্য থাকছে কাফেটেরিয়া।
জানা গিয়েছে, স্থানীয় এক বেসরকারি স্কুলের কর্তৃপক্ষের হাতে এই মডেল স্কুলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও এই শৌচালয়ে আলাদা করে থাকছে 'ওমেন জোন'। কোনও মহিলা রাস্তায় বেরিয়ে শারীরিক সমস্যায় পড়লে, এই ওমেন জোন তাঁর সাহায্যে আসতে পারে।