Hindustan Times
Bangla

১১ দেশের প্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন

১১টি দেশের এই বোলাররা প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এক ইনিংসে ৪টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।  

গ্লেন ম্যাকগ্রা অস্ট্রেলিয়ার প্রথম বোলার হিসেবে ২০০৮ আইপিএলের এক ইনিংসে ৪ উইকেট নেন।

সোহেল তনভীর পাকিস্তানের প্রথম বোলার হিসেবে ২০০৮ আইপিএলের এক ইনিংসে ৪ উইকেটে নেন।

লক্ষ্মীপতি বালাজি ভারতের প্রথম বোলার হিসেবে ২০০৮ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

মাখায়া এনতিনি দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে ২০০৮ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

দিলহারা ফার্নান্ডো শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে ২০০৮ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

কেভন কুপার ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে ২০১২ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

দিমিত্রি মাসকারেনহাস ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ২০১২ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট নেন।

মিচেল ম্যাকক্লেনাঘান নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ২০১৬ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

মহম্মদ নবি আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ২০১৯ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

মুস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০২৪ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।

জোশ লিটল আয়ারল্যান্ডের প্রথম বোলার হিসেবে ২০২৪ আইপিএলের এক ইনিংসে ৪টি উইকেট দখল করেন।