Hindustan Times
Bangla

ভারতে ডিভোর্সের মামলা রুজু করার পাঁচটি উদ্ভট কারণ কী? 

যত দিন যাচ্ছে, ভারতে ডিভোর্সের মামলা বাড়ছে। স্বামী-স্ত্রী, উভয়ের তরফেই মামলা রুজু করা হচ্ছে। তার নেপথ্য়ে অনেক আজব কারণও রয়েছে!

ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার - সবেতেই ম্যাগি রেঁধে খাওয়ান স্ত্রী। এই কারণে ডিভোর্সের মামলা রুজু করেছিলেন কর্ণাটকের বল্লারির বাসিন্দা এক ব্যক্তি!

তান্ত্রিকের নির্দেশে বউ সারাদিনে কেবলমাত্র আটটি লাড্ডু খেতে দেন স্বামীকে! এই অভিযোগ তুলে ২০১৯ সালে ডিভোর্সের মামলা রুজু করেন উত্তরপ্রদেশের মেরঠের এক বাসিন্দা।

২০২০ সালে উত্তরপ্রদেশের সম্ভলের শরিয়া আদালতের দ্বারস্থ হন এক মহিলা। দাবি ছিল, তাঁর তলাক চাই। কারণ? তাঁর স্বামী তাঁকে শুধুই ভালোবাসেন, কিন্তু কখনও ঝগড়া করেন না!

২০১৯ সালের ভোপালের ঘটনা। এক মহিলা পরিবার আদালতে ডিভোর্সের মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, স্বামী সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত থাকেন। কারণ, তিনি ইউপিএসসি-র প্রস্তুতি নিচ্ছেন।

বিয়ের পর ৪০ দিনে মাত্র ছ'বার স্নান করেছিলেন স্বামী! তাঁর গায়ের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আদালতে ডিভোর্সের মামলা ঠুকে দেন স্ত্রী। চলতি বছর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়।