By Sanket Dhar
Published May 26, 2023
Hindustan Times
Bangla
মদ খেয়েই সেরার সেরা ৫ দেশ, বিশ্ব জুড়ে তালিকার শীর্ষে এরাই
মদ খেয়েই সেরার সেরা বিশ্বের পাঁচটি দেশ। বিশ্ব জুড়ে তালিকার শীর্ষে রয়েছে এই দেশগুলি। জেনে নিন এদের নাম।
বেলারুশ: ইউরোপের ছোট্ট দেশ হলেও শীর্ষে এরাই। সেখানে গোটা বছরে নাগরিক পিছু ১৪.৪ লিটার মদ লাগে।
লিথুয়ানিয়া: লিথুয়ানিয়া রয়েছে এই তালিকার দ্বিতীয় স্থানে। এই দেশ নাগরিক পিছু ১২.৯ লিটার করে মদ লাগে।
গ্রেনাডা: তৃতীয় স্থানে রয়েছে গ্রেনাডা। প্রতি বছর সেখানে নাগরিক পিছু ১১.৯ লিটার মদ খরচ হয়।
চেক রিপাবলিক: মদের নেশায় চতুর্থ স্থান দখল করে রয়েছে চেক রিপাবলিক। সেখানে ১১.৮ লিটার মদ লাগে নাগরিক পিছু প্রতি বছর।
রাশিয়া: পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। এই দেশে ভোদকাই চলে বেশি। তবে প্রতি নাগরিক পিছু বছরে ১১.৫ লিটার ভোদকা লাগেই।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন