Hindustan Times
Bangla

ভিসা ছাড়াই ঘুরুন এই ৫ দেশে! শুধু ভারতের পাসপোর্ট থাকলেই হবে

পাসপোর্ট বিদেশে যাওয়ার ছাড়পত্র। কিন্তু ভিসা কোনও নির্দিষ্ট দেশে যাওয়ার ছাড়পত্র। তবে পাঁচটি দেশে ঘুরতে গেলে কোনও ভিসা লাগবে না।

ভুটান: প্রতিবেশী এই দেশটি নিসর্গের সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে ঘুরতে গেলে কোনও ভিসা লাগে না ভারতীয়দের।

নেপাল: ভুটানের মতো ভারতের এই প্রতিবেশী দেশটিতে ঘুরতে গেলেও কোনও ভিসা লাগে না। ভারতীয়দের জন্য রয়েছে এই বিশেষ ছাড়।

মালদ্বীপ: দক্ষিণ এশিয়ার এই দেশে গেলে আরামে ৩০ দিন কাটিয়ে আসতে পারেন। এখানে ঘুরতে গেলে কোনও ভিসা লাগে না ভারতীয়দের।

ফিজি: একই ছাড় রয়েছে ফিজি দ্বীপে ঘুরতে গেলেও। সেখানে ১২০ দিন ছাড় রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য।

মরিশাস: ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ৬০ দিন ঘোরার ব্যবস্থা রয়েছে মরিশাসে। পর্যটকদের জন্যই এই বিশেষ ছাড় রয়েছে।