Hindustan Times
Bangla

কেন পালন করা হয় ফ্লার্ট ডে? গল্পটি কিন্তু বেশ পুরনো, রইল সে কাহিনি

প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি ফ্লার্ট ডে পালন করা হয়। এই বছর শনিবার এই বিশেষ দিন।

ফরাসি শব্দ ‘ফ্লুরেতে’ থেকেই এসেছে ফ্লার্ট শব্দটি। এর অর্থ ফুলের বৃষ্টি ঝরিয়ে কাউকে খুশি করা।

১৬ শতকের কবিতায় প্রথম এই শব্দটি ব্যবহার করা হয়। প্রায় ৪০০ বছর পুরনো এই শব্দ।

ভালোবাসার মানুষের সঙ্গে কথার খেলা বা খুনসুটি করা থেকেই ফ্লার্ট শব্দটি এসেছে।

তবে পছন্দের মানুষকেও ফ্লার্ট করেন অনেকে। সেই জন্যই ফ্লার্ট ডে ১৮ ফেব্রুয়ারি।

পছন্দের মানুষকে মনের ভালো লাগার আভাস দিতে ফ্লার্টিং-এর রীতি শুরু।

কারওর উপর ‘ক্রাশ’ থাকলে তাকেও এই দিন ফ্লার্ট করার চেষ্টা করতে পারেন।

তবে অযথা কারও অস্বস্তির কারণ না হওয়াই ভালো। সেদিকেও নজর রাখতে হবে।