Hindustan Times
Bangla

লঙ্কা বেটে হাত জ্বলছে? ঘরে থাকা এই জিনিসেই মিলবে উপকার

লঙ্কার সংস্পর্শে একবার যদি হাত জ্বালা পোড়া শুরু হয়, তাহলে শতবার সাবান দিয়ে ধোওয়ার পরেও তা কমতে চায় না।  

দেখুন এই পরিস্থিতিতে কীসে মিলবে জলদি উপশম।

লঙ্কার মধ্যে থাকে 'ক্যাপসাইসিন' নামক এক বিশেষ জৈব পদার্থের উপস্থিতির কারণেই এই ঝাল লাগা। আর তার থেকেই হাতে জ্বালা-পোড়া।

হাতের জ্বালাভাব কমাতে ঠান্ডা দুধ হাতে লাগান। দুধ না থাকলে দইও লাগাতে পারেন।

ভিনেগার, লেবুর রস আর জল মিশিয়ে আইস কিউব বানিয়ে নিন। সেটাকে হাতে লাগালেও জ্বালাপোড়া কমে যায়। 

জলের সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে সেটাও হাতে লাগাতে পারেন।

লঙ্কা লাগা হাতে পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েলও খুব কার্যকরী। ম্যাসাজ করে নিন।