By Moinak Mitra
Published 3 Feb, 2025
Hindustan Times
Bangla
ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে
ফাইনালে দঃ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা ডিফেন্ড করেছে
আইসিসি এবার বেছে নিল প্রতিযোগিতার সেরা একাদশ, দলে রয়েছে চার ভারতীয়
প্রতিযোগিতায় ৩০৯ রান করা তৃষা রয়েছেন দলে, তিনি ৭৭.২৫ ব্যাটিং গড় রেখেছিলেন প্রতিযোগিতায়, এছাড়াও শতরান করেন স্কটল্যান্ডের বিরুদ্ধে
তৃষার ওপেনিং পার্টনার কমলিনিও রয়েছেন দলে, মোট ১৪৩ রান করেছেন তিনি, এর মধ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেন
গোটা প্রতিযোগিতায় ১৪ উইকেট নেওয়া আয়ুষি শুক্লা রয়েছেন দলে, তিনি ফাইনলালে ২ উইকেট নেন
বৈষ্ণবী শর্মা প্রতিযোগিতায় ১৭ উইকেট নেন, করেন একটি হ্যাটট্রিক, তিনিও আছেন দলে, তবে বিশ্বকাপজয়ী অধিনায়ক নিকি প্রসাদ এই দলে সুযোগ পাননি
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন