Hindustan Times
Bangla

২০২৪ সালে যেমন বেশ কিছু হিট বা সুপারহিট হয়েছে। আবার তেমন বেশ কিছু হিন্দি ছবির কিন্তু ভরাডুবিও হয়েছে বক্স অফিসে। তালিকায় আছে কোন কোন ছবি?

অক্ষয় কুমার এবং তাইগার শ্রফ অভিনীত বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটির বাজেট ছিল ৩৫০ কোটি। কিন্তু বক্স অফিসে মাত্র ১১১ কোটি ৪৯ টাকার ব্যবসা করতে পেরেছে। 

একই সময় মুক্তি পাওয়া ময়দান ছবিটিরও ভরাডুবি হয়েছিল বক্স অফিসে। অজয় দেবগন অভিনীত ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি, কিন্তু আয় করেছে মাত্র ৭১ কোটি। 

২৫০ কোটি বাজেটে তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান ২। কিন্তু ১৯৯৬ সালের ছবির সিক্যুয়েলটি বক্স অফিসে মাত্র ১৪৩ কোটি ৩৩ লাখ টাকার ব্যবসা করেছে। অভিনয়ে ছিলেন কমল হাসান।

লাল সেলাম ছবিটি ৮০ থেকে ৯০ কোটির বাজেটে বানানো হলেও বিশ্বজুড়ে মাত্র ৩২.৬৫ লাখ টাকা আয় করেছে। 

সঞ্জয় দত্ত অভিনীত ডাবল ইস্মার্ট ছবিটি ৯০ কোটির বাজেটে তৈরি হলেও মাত্র ১৯ কোটি ঘরে ফেরাতে পেরেছে। 

রবি তেজার মিস্টার বচ্চন ছবিটির বাজেট ছিল ৭০ কোটি। কিন্তু ব্যবসা করে মাত্র সাড়ে ১৩ কোটির। 

সূর্যর কাঙ্গুভা ছবিটি ৩৫০ কোটি টাকা দিয়ে বানালেও মাত্র ১০৬ কোটি ২৫ লাখ টাকা ঘরে তুলতে পেরেছিল। 

বিক্রমের থাঙ্গলন ছবিটির ১০০ থেকে ১৫০ কোটির বাজেট থাকলেও আয় করেছে ৬৮ কোটি।