Hindustan Times
Bangla

২০২৫ সালে একগুচ্ছ বিগ বাজেট বাংলা ছবি আসছে। তালিকায় আছে দেব থেকে শ্রাবন্তী সহ কার কার ছবি? 

জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবিটি। আগামী ২৩ তারিখ আসছে এই ছবি। 

এই একই দিনে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই। অভিনয়ে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, প্রমুখ। 

এপ্রিল মাসে আসছে পুরাতন। মা মেয়ের গল্পের এই ছবিতে থাকবেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। 

মে মাসের একদম গোড়াতে মুক্তি পেতে চলেছে দেবী চৌধুরানী। নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

মে মাসের মাঝামাঝি মুক্তি পাবে আমার বস। অভিনয়ে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রমুখ। 

চলতি বছর পুজোয় মুক্তি পাবে দেবের রঘু ডাকাত। 

এছাড়া এই বছর আসতে পারে দেবের আরও একটি ছবি প্রজাপতি ২। যদিও কবে আসবে সেই ছবি এখনও ঘোষিত হয়নি। 

এছাড়া কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক অভিনীত স্বার্থপর ছবিটিও এই বছর মুক্তি পাবে।