বলিউড কাঁপানো এই সুন্দরীরা কেউ ভারতে জন্মাননি, দীপিকার জন্ম কোন দেশে?
আলিয়া ভাটের মা সোনি রাজদান ব্রিটিশ যুক্তরাজ্যের নাগরিক। সেই সূত্রে আলিয়াও ব্রিটিশ। UK-র পার্সপোর্ট হাতছাড়া করেননি মহেশ ভাট কন্যা
সানি লিওনের জন্ম কানাডায় বসববাসকারী পাঞ্জাবি পরিবারে, সেখানেই বেড়ে ওঠা করণজিৎ কৌরের। সেই সূত্রে কানাডার নাগরিকত্ব রয়েছে সুন্দরীর।
দীপিকা পাড়ুকোনের জন্ম ডেনমার্কে। ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের বড় মেয়ে তিনি, দীপিকা অবশ্য এ দেশে না জন্মালেও ভারতের নাগরিক
নিজের সৌন্দর্য দিয়ে সবার মন জয় করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার বাবা কাশ্মিরী, তবে মা ব্রিটিশ। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা নায়িকার। সেদশেরই নাগরিক তিনি
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কার নাগরিক। যদিও তাঁর জন্ম ও বেড়ে ওঠা বাহারিনে। কর্মসূত্রে তিনি ভারতে থাকেন।
অভিনেত্রী অ্যামি জ্যাকসন একজন ব্রিটিশ নাগরিক।
'রকস্টার' খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরি একজন মার্কিন নাগরিক। নিউ ইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা তাঁর।