By Subhasmita Kanji
Published 30 Jan, 2025
Hindustan Times
Bangla
হলিউডের একাধিক ছবি এই বছর ২০ বছর পূর্ণ করছে। তালিকায় আছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার, কিং কং সহ একাধিক হিট ছবি।
হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার ছবিটির এই বছর ২০ বছর পূর্ণ হচ্ছে।
আইকনিক এবং অন্যতম হিট ছবি কিং কং আছে এই তালিকায়।
ব্যাটম্যান বিগিনসের বয়সও এই বছর দুই দশক হবে।
কনস্ট্যান্টাইন ছবিটির বয়সও ২০ বছর হবে।
২০ বছরে পা দেবে ম্যাডাগ্যাস্কার।
স্টার ওয়ার্স : এপিসোড ৩ রিভেঞ্জ অব সিথ ছবিটিও এই বছর দেখতে দেখতে ২০টা বসন্ত পার করবে।
ওয়েডিং ক্র্যাশার্স ছবিটির বয়সও এই বছর ২০ হবে।
ওয়ার অব দ্য ওয়ার্ল্ডসও আছে এই তালিকায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।