Hindustan Times
Bangla

২০২৪ সাল প্রায় শেষের দিকে। এই বছর বেশ কিছু ছবি ব্লকবাস্টার হয়েছে। কিছু ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। কিন্তু কোন ছবিগুলোকে ভারতের মানুষ বারবার গুগলে খুঁজছেন? সেরা ১০ এ আছে কারা? 

সবার প্রথমে আছে স্ত্রী ২। শ্রদ্ধা কাপুর অভিনীত দর্শকদের মন তো কেড়েইছে, বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে। 

প্রভাস, অমিতাভ বচ্চন অভিনীত কল্কি ২৮৯৮ এডি ছবিটি ২০২৪ সালের অন্যতম হিট ছবি। এটি এই তালিকায় ২ নম্বরে আছে। 

১২ ফেল ছবিটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার পরই দারুণ সাড়া ফেলেছিল। এই ছবিটি এই তালিকায় তিন নম্বরে আছে। 

২০২৩ সালে মুক্তি পাওয়া লাপাতা লেডিজ ছবিটি আছে ৪ নম্বরে। এটি এবারের ভারতের অফিসিয়াল অস্কার এনট্রিও বটে। 

হনুমান একটি সায়েন্স ফিকশন ছবি। এটি আছে ৫ নম্বরে। 

বিজয় সেতুপতি অভিনীত মহারাজা ছবিটি ৬ নম্বরে আছে। চেন্নাইয়ের এক নাপিতের গল্প দেখানো হয়েছে এখানে। 

৭ নম্বরে আছে মঞ্জুমেল বয়েজ। এই ছবিটি একটি মালায়লাম ছবি যা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। 

বিজয় অভিনীত দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবিটিতে সন্ত্রাসবাদ দমন দেখানো হয়েছে। ছবিটির গল্প আবর্তিত হয়েছে ৪ জন চরিত্রকে নিয়ে। 

সালার পার্ট ১ এ রয়েছেন প্রভাস। ২০২৩ সালের একেবারে শেষে মুক্তি পেয়েছিল ছবিটি। 

এই তালিকায় ১০ নম্বরে আছে আবেশম। এটি একটি মালায়লাম অ্যাকশন কমেডি ছবি। মুখ্য ভূমিকায় ফাহাদ ফাসিল আছে।