Hindustan Times
Bangla

প্রাক্তন রণবীর থেকে স্বামী রণবীরের সঙ্গে এই ছবিগুলো রিজেক্ট করেছেন দীপিকা! 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ। মেয়ে কোলে প্রথমবার জন্মদিন কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী নায়িকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা অন্যতম। ২০০৮ সালে বলিউডে যাত্রা শুরু তাঁর, এ পর্যন্ত অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন 'ওম শান্তি ওম' নায়িকা

তবে দীপিকা তার কেরিয়ারে একদিক ছবিও প্রত্যাখ্যান করেছেন। যার মধ্যে কিছু ব্যবসা সফল আবার কিছু টোটাল ফ্লপ, চলুন দেখে নেওয়া যাক..  

২০১৫ সালে মুক্তি পায় 'রয়'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। কিন্তু দীপিকা এই ছবিতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করতে রাজি হননি।

সলমন খানের ব্লকবাস্টার ছবি 'সুলতান'-এর প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকাকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় অনুষ্কার কাছে অফার যায়, যা ফেরাননি অভিনেত্রী

রণবীর কাপুর অভিনীত 'রকস্টার' ছবিটিও দীপিকাকে অফার করা হয়েছিল। তবে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং পরে সেই ভূমিকাটি যায় নার্গিস ফাকরির কাছে, এটা ছিল নার্গিসের ডেবিউ ছবি।

দীপিকাকে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭' ছবির অফার করা হয়েছিল। কিন্তু ডেট না থাকায় ছবিটি প্রত্যাখ্যান করেন তিনি। 

২০১৫ সালে দীপিকাকে 'দিল ধড়কনে দো' ছবির প্রস্তাব দেওয়া হয় ফারহান-রীতেশের তরফে। কিন্তু তিনিও ছবিটি প্রত্যাখ্যান করেন। এই ছবিতে কাজ করেছিলেন দীপিকার বয়ফ্রেন্ড তথা স্বামী রণবীর সিং

'বার বার দেখো' ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করার প্রস্তাব যায় দীপিকার কাছে। কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেন।

'জব তক হ্যায় জান'-এ শাহরুখের সঙ্গে কাজের অফার গিয়েছিল দীপিকার কাছে। কিন্তু কিছু কারণে ছবিটি করতে পারেননি দীপিকা।