By Priyanka Mukherjee
Published 23 Sep, 2023

Hindustan Times
Bangla

ওটিটি-তে  হাজির রণবীর-আলিয়ার 'রকি-রানি..', রয়েছে আরও একগুচ্ছ ছবি-সিরিজ! কোথায় দেখবেন?

বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে রণবীর-আলিয়ার ছবি। এবার ঘরে বসেই দেখার সুযোগ চলতি বছরের অন্যতম চর্চিত ছবি

বৃহস্পতিবারই 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র ওটিটি রিলিজের সুখবর ভাগ করে নেন করণ জোহর

আমাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে করণ জোহর পরিচালিত এই ছবি

করিনা কাপুর খানের ওটিটি ডেবিউ হল জানে জান-এর হাত ধরে

পরিচালক সুজয় ঘোষের এই ছবিতে করিনার দুই কো-স্টার জয়দীপ আহলাওয়াত এবং বিজয় বর্মা

নেটফ্লিক্স অরিজিন্যাল ছবি  'জানে জান'

শুধু সাসপেন্স বা রোম্যান্স নয়, হরর প্রেমীদের জন্য সোজা দক্ষিণ থেকে থাকছে 'অথিদি'

হিন্দি-বাংলার মতো একাধিক ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছে এই তেলুগু হরর সিরিজ, যা ডিজনি প্লাস হটস্টারের অরিজিন্যাল কনটেন্ট

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড ছবি লাভ এগেন গত ২০শে সেপটেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে 

জার্মান ছবি SMS für-র ইংরাজি রিমেক ‘লাভ এগেন’, ছবিতে পিগি চপসের কো-স্টার স্যাম হিউহান

এই সপ্তাহেই আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে 'দ্য কন্টিনেন্টাল ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক'

জন উইক ভক্তরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এই সিরিজের। এই অ্যাকশন, সাসপেন্স জঁর মিনিসিরিজ গত ২২ শে সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে প্রাইম ভিডিয়োয়

তাহলে এই একগুচ্ছ ছবি আর সিরিজের মধ্যে আপনি প্রথম কোনটা দেখবেন?