Hindustan Times
Bangla

মেলবোর্ন টেস্টে ভারতীয় দল পরাজিত হওয়ার পরেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

নানা রিপোর্টে বলা হয়েছে ম্যাচের পরে সাজঘরে মেজাজ হারিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ।

ড্রেসিংরুমে ক্রিকেটারদের গম্ভীর কী বলেছিলেন তাও সকলের সামনে চলে আসে।

এরপরেই সকলে ভারতীয় দলের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন।

এই অবস্থায় রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবার প্রশ্ন হল, সাজঘরের বিতর্কের এমন ছবি কি ভারতীয় দলে এই প্রথম দেখা গেল?

এর আগেও একাধিকবার ভারতীয় দলের সাজঘরের বিতর্কিত ছবি সামনে এসেছিল।

২০০৫ সালে ভারতীয় দলে সৌরভ বনাম চ্যাপেলের বিতর্ক সকলের সামনে আসে।

সেই সময়ে সাজঘরের বিতর্ক ও সৌরভকে নিয়ে কোচের লেখা বিতর্কিত ই-মেল সকলের সামনে চলে আসে।

এরপরে ২০১৭ সালে অনিল কুম্বলে ও বিরাট কোহলির বিতর্কও সকলের সামনে এসেছিল।

দীর্ঘ দিন পরে ফের ভারতীয় দলের সাজঘরের ভিতরের বিতর্কের হাওয়া বাইরে বেরিয়ে এল।