Hindustan Times
Bangla

আমিশা পেয়েছেন মাত্র ৫০ লাখ! গদর ২-এর জন্য কত কোটি দর দর হাঁকলেন সানি দেওল? 

২২ বছর পর রুপোলি পর্দায় ফিরছে তারা ও সাকিনার প্রেম কথা

আগামী ১১ অগস্ট বক্স অফিসে মুক্তি পাবে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত 'গদর ২'

ব্লকবাস্টার ছবি গদরের সিকুয়েলের জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি দেওল। 

জানা যাচ্ছে, এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সানি

গদর ২-এ আমিশার স্ক্রিন স্পেস অনেকটাই কম। পাশাপাশি পারিশ্রমিকের অঙ্কও মাত্র ৫০ লক্ষ টাকা!

আমিশার অনস্ক্রিন পুত্র, উৎকর্ষ শর্মা এই ছবির জন্য তাঁর চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক পেয়েছেন বলে খবর

শুধু উৎকর্ষই নয়, ছবির ভিলেন মণীশ ওয়াধওয়াও আমিশার চেয়ে বেশি টাকা কামাই করেছেন এই ছবিতে অভিনয় করে। তাঁর পারিশ্রমিক ৬০ লক্ষ টাকা