By Priyanka Bose
Published 11 Sep, 2023

Hindustan Times
Bangla

জি-২০ নিয়ে উচ্ছ্বসিত বলিউড! একা শাহরুখ নন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আর কারা

জি২০ সামিট শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী দায়িত্ব তুলে দিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে। লুলা আগেই উদীয়মান অর্থনীতির স্বার্থের বিষয়গুলিতে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

জি ২০ সম্মেলনের আয়োজন দেশ হিসেবে ভারতের উদ্যোগের প্রশংসাও করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

জওয়ানের সফল্যের মধ্যেই শাহরুখ খান জি-২০র সাফস্যের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। পাশাপাশি অক্ষয় কুমার সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। 

শাহরুখ খান জি-২০র সাফস্যের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

টুইটে শাহরুখ লেখেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। প্রতি ভারতবাসীর মনে এই সম্মেলন এক গর্বের অনুভূতি। সাফল্য আর বিভিন্ন দেশের নধ্যে ঐক্য গড়ে তোলার জন্য অভিনন্দন'। আরও লেখেন, 'স্যার আপনার নেতৃত্বে আমরা একসঙ্গে এগিয়ে যাব'।

জি ২০এর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন অভিনেতা অক্ষয় কুমার। টুইটে লেখেন, 'এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। এটিকে একটি ঐতিহাসিক জি২০ সম্মলেনে হিসেবে চিহ্নিত করার দারুণ উপায়।' 

তিনি আরও বলেন, ভারতীয় হিসেবে তিনি গর্বিত। এই সম্মেলন আজ দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। বলেছেন, 'শুধু তিনি নন, দেশের প্রত্যেকটি মানুষই গর্ব বোধ করছেন'। তিনি জয় হিন্দ আর জয় ভারতও লিখেছেন।

অমিতাভ বচ্চনও টুইটারে ভারতের প্রধানমন্ত্রীকে 'বিশ্বের প্রথম সারির কোয়ান্টাম লিপ' বলে অভিহিত করেছেন।

অনিল কাপুর G20-এ ভারতের সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং 'বিশ্বব্যাপী মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের অন্বেষণে' অক্লান্ত প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।