Hindustan Times
Bangla

বুড়ো হাড়ের ভেলকি! ৬৫ বছরের সানির গদর ২-এর সঙ্গে ছুঁলেন নতুন মাইলস্টোন! 

বক্স অফিস জুড়ে এখন গদর ২ সুনামি! মাত্র দু-দিনেই ৮৩ কোটির ব্যবসা হাঁকিয়েছে সানি-আমিশার ছবি

শুক্রবার ও শনিবার মিলিয়ে বক্স অফিসে ৮৩.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি

শুক্রবার সানির ছবির কালেকশন ছিল ৪০.১০ কোটি, শনিবার তা বেড়ে দাঁড়ায় ৪৩ কোটিতে

এতদিন সানির কেরিয়ারের সবচেয়ে বড় হিট ছিল গদর, আয় কমবেশি ৭৭ কোটি

২২ বছর পর সেই ছবির সিকুয়েল মাত্র ২ দিনেই হয়ে গেল সানির কেরিয়ারের সবচেয়ে দামী ছবি

রবিবারই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে গদর ২, মঙ্গলবার স্বাধীনতা দিবসে আরও বাড়বে আয়

 বক্স অফিসের লড়াইয়ে একইদিনে মুক্তি পাওয়া ‘ওএমজে ২’-র থেকে অনেকটা এগিয়ে 'গদর ২'

বিশ্বব্যাপী বক্স অফিসের নিরিখে ১০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই নাম লিখিয়েছে এই ছবি।