By Priyanka Bose
Published 3 Sep, 2023

Hindustan Times
Bangla

শাহরুখ-গৌরী থেকে সিদ্ধার্থ-কিয়ারা, 'গদর ২'-এর সাক্সেস পার্টির চোখ ধাঁধানো ছবি

সাফল্যের জোয়াের ভাসছেন সানি দেওল। জীবনের সমস্ত সমীকরণ মিলিয়ে দিচ্ছে ‘গদর ২’। শনিবার মুম্বইয়ে ছবির সাক্সেস পার্টিতে চাঁদের হাট।

স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে 'গদর ২'-এর সাক্সেস পার্টিতে পৌঁছেছিলেন 'পাঠান' শাহরুখ খান।

'গদর ২'-এর সাক্সেস পার্টি হাজির ছিলেন আমির খান।

স্ত্রী কাজলের সঙ্গে 'গদর ২'-এর সাক্সেস পার্টি হাজির হন অজয় দেবগন।

'গদর ২'-এর সাক্সেস পার্টিতে ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সারা আলি খান।

সাক্সেস পার্টিতে হাজির বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মালহোত্রা।

সাক্সেস পার্টিতে হাজির সলমন খান ও কার্তিক আরিয়ান

'গদর ২'-এর সাক্সেস পার্টিতে অমিশা পটেল এবং টাবু

সাক্সেস পার্টিতে হাজির ছিলেন ববি দেওল

সাক্সেস পার্টিতে হাজির জ্যাকি শ্রফ, রাজকুমার রাও

পার্টিতে হাজির অনিল কুমার, অনুপম খের

পার্টিতে হাজির ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন সহ অনেক বলিউড অভিনেতা