By Sanjib Halder
Published 8 Dec, 2024
Hindustan Times
Bangla
পিঙ্ক বলের টেস্ট ম্যাচটি ছিল সর্বকালের সবচেয়ে ছোট IND vs AUS টেস্ট ম্যাচ
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে ছোট টেস্টের তালিকা
অ্যাডিলেডের টেস্ট ম্যাচটিতে খেলা হয়েছে মাত্র ১০৩১ বল
২০২৩ সালে ইন্দোরে খেলা হয়েছিল মাত্র ১১৩৫ বলের টেস্ট ম্যাচ
যদি তৃতীয় ছোট্ট টেস্টের কথা বলা হয় তাহলে সেটি হয়েছিল ২০১২ সালের পার্থে।
২০১২ সালের পার্থ টেস্ট ম্য়াচে খেলা হয়েছিল মাত্র ১২০০ বল
এই তালিকার চার নম্বরে রয়েছে ২০০৪ সালের মুম্বই টেস্ট
২০০৪ সালের ভারত বনাম অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচটিতে খেলা হয়েছিল মাত্র ১২১৩ বল।
এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে ১৯৪৭ সারেল সিডনি টেস্ট। সেই ম্যাচটি খেলা হয়েছিল ১২২৬ বল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন