Hindustan Times
Bangla

গণেশ পুজো করলে বজায় থাকে সুখ, শান্তি! এবার কখন পুজোর শুভ সময়

পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে গণেশ চতুর্থী পালিত হয়। গণেশ চতুর্থী ঘিরে মহারাষ্ট্রের পাশাপাশি উৎসবের রঙে সাজবে বাংলাও।

গণেশ চতুর্থীর তিথি-গণেশ চতুর্থী শুরু হচ্ছে, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর। আর উৎসব শেষ হচ্ছে, অর্থাৎ বিসর্জনের অনন্ত চতুর্দশী পড়ছে ২৮ সেপ্টেম্বর।

ভাদ্রপদ শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯ মিনিট থেকে। ভাদ্রপদ শুক্ল চতুর্থী তিথি শেষ হচ্ছে ১৯ সেপ্টেম্বর দুপুর ১. ৪৩ মিনিটে।

 বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ, শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না বিপদও। চতুর্থীতে পূজা করার আগে জেনে নিন পুজোর মন্ত্র-

গণেশ পূজা মন্ত্র: একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।

অর্থাৎ, যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।

ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রহন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।