By Priyanka Bose
Published 20 Sep, 2023

Hindustan Times
Bangla

পুরো অন্য চেহারায় দীপিকা-রণবীর! আম্বানিদের বাড়িতে গণেশ পুজোয় দিলেন চমকে

স্বামী রণবীর সিংয়ের হাতে হাত রেখে আম্বানিদের গণেশ পুজোয় যোগ দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন 

এ দিন ভারী এম্ব্রয়ডারি কাজ করা সালোয়ার স্যুট পরে পুজোর অনুষ্ঠানে হাজির হন  দীপিকা

রণবীর পরেছিলেন সবুজ রঙের কুর্তা-পাজামা। দীপিকার সঙ্গে মিলিয়ে গলায় ওড়না নিয়েছিলেন তিনি।

এ দিন স্ত্রী দীপিকার সঙ্গে ইনস্টাগ্রামের পাতায় বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন রণবীর সিং

ছবিন ক্যাপশনে রণবীর লেখেন, 'বাপ্পার ঐশ্বরিক উপস্থিতি আপনার বাড়ি ভালোবাসা এবং ইতিবাচকতায় ভরিয়ে তুলুক'

সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন রণবীর