Hindustan Times
Bangla

আম্বানিদের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো, যোগ দিল গোটা বলিউড, হাজির কারা

মুকেশ আম্বানিদের গণেশ পুজোয় চাঁদের হাট। যোগ দিয়েছিলেন বলিউডের নামীদামী তারকারা। দুই পুত্রবধূর সঙ্গে নিতা আম্বানি।

মুকেশ আম্বানিদের গণেশ পুজোয় স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, ছোট ছেলে আব্রাম এবং গৌরীর মায়ের সঙ্গে হাজির শাহরুখ খান।

ভাই অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির হন আলিয়া ভাট

একসঙ্গে হাজির হন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন

নবদম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে যোগ দেন অনুষ্ঠানে

দুই ভাইবোন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান যোগ দেন অনুষ্ঠানে

প্রযোজক বাবা বনি কাপুরের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন খুশি কাপুর

স্ত্রী অঞ্জলি, দুই ছেলেমেয়ে সারা এবং অর্জুনকে নিয়ে গণেশ পুজোয় যোগ দেন সচিন তেন্ডুলকর