Hindustan Times
Bangla

গণপতির আশীর্বাদে সুন্দর জীবন চান? তাহলে আগামী ১০ দিন তাঁকে দিন এই ১০ পদ

আগামী ১০ দিন গণপতিকে কোন ১০ খাবার নিবেদন করবেন?

আজ থেকে শুরু হচ্ছে গণেশ উৎসব। সৌভাগ্য পেতে গণপতিকে আগামী ১০ দিন কোন কোন পদ নিবেদন করবেন?

মোদক। ভগবান গণেশের খুব প্রিয় পদ। এতে খুব শীঘ্রই খুশি হবেন বাপ্পা। 

প্রথম দিন: 

মতিচুর লাড্ডু। এটিও গণেশের খুব প্রিয়। তাঁকে এই লাড্ডু নিবেদন করা উত্তম।  

দ্বিতীয় দিন: 

বেসন লাড্ডু। গণেশ খুব পছন্দ করেন। তাই তৃতীয় দিনে লাড্ডু নিবেদন করুন।  

তৃতীয় দিন: 

কলা। এদিন এই ফলটি নিবেদন করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। 

চতুর্থ দিন: 

মাখন। ভগবান গণেশ মাখন পছন্দ করেন। পঞ্চম দিনে তাঁকে এটি নিবেদন করুন। 

পঞ্চম দিন: 

নারকেল। ষষ্ঠ দিনে বাপ্পাকে তাঁর পছন্দের নারকেল নিবেদন করুন। 

ষষ্ঠ দিন: 

গুড়। এটি নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। 

সপ্তম দিন: 

আবার মোদক এবং লাড্ডু। অষ্টম দিনে মাওয়া লাড্ডুও দিতে পারেন। 

অষ্টম দিন: 

কালাকাঁদ এবং কড়াপাকের মিষ্টি। এগুলি নবম দিনের নিবেদন।

নবম দিন: 

৫৬ ভোগ। দশমীতে অর্থাৎ গণেশোৎসবের শেষ দিনে বাপ্পাকে ৫৬ ভোগ নিবেদন করাই নিয়ম।

দশম দিন: