Hindustan Times
Bangla

হিন্দু ধর্মে সকল দেব-দেবীর জন্য বিভিন্ন মন্ত্র নির্ধারণ করা হয়েছে, যা উচ্চারণ করলে দেব-দেবীরা খুশি হন এবং আশীর্বাদ করেন।  

একইভাবে, ভগবান গণেশের আশীর্বাদ পেতে, কিছু মন্ত্রের কথা বলা হয়েছে, যেগুলি জপ করলে জীবন সুখে ভরে যায়। 

যে ভক্তরা এই মন্ত্রগুলি জপ করেন তাদের সর্বদা ভগবান গণেশের আশীর্বাদ থাকে। আসুন জেনে নিই গণেশের কিছু সহজ মন্ত্র সম্পর্কে।

একদন্তায় বিদ্মহে বক্রতুন্ডায় ধীমহি। তন্নো দন্তি প্রচোদয়াৎ।

এই মন্ত্রের অর্থ এক দাঁতের, বক্রাকার সুঁড়বিশিষ্ট আমায় ধীশক্তি দিন। জ্ঞানের আলো দান করুন।

অমেয়ায় চ হেরম্ব পরশুধারকায় তে । মূষকবাহনায়ৈব বিশ্বেশায় নমো নমঃ।

এই মন্ত্রের অর্থ, হে পঞ্চমুখবিশিষ্ট, আপনার ব্যপ্তি মাপা যায় না। আপনার হাতে থাকে পরশু অর্থাৎ কুঠার। আপনার বাহন ইঁদুর। বিশ্বশ্বরকে বারংবার নমস্কার।

বিঘ্নেশ্বরায় বরদায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সকলায় জগদ্বিতায়। নাগাননাথ শ্রুতিযজ্ঞবিভুষিতায় গৌরিসুতায় গণনাথ নমৌ নমস্তে।

এই মন্ত্রের অর্থ বিঘ্ন দূর করেন। অভিষ্ট বর প্রদান, দেবতাদেরও প্রিয়, স্থূলকায়, সকল কলায় পারদর্শী, জগতের হিত সাধন করেন, হাতির মুতো মুখবিশিষ্ট, বেদ ও যজ্ঞের সমস্ত জ্ঞান রয়েছে তাঁর, গৌরির পুত্র। হে গণনাথ আপনাকে প্রণাম।     

বক্রতুন্ড মহাকায় সূর্যকোটি সমঃপ্রভ। নির্বিঘ্নম্ কুরুমেদেব সর্বকার্যেষু সর্বদা।।

বেঁকানো সুঁড় বিশিষ্ট,  বিশাল শরীর, কোটি কোটি সূর্যের সমান তেজ। হে প্রভু আমার কাজে যেন কখনও বাধা না আসে।