Hindustan Times
Bangla

ইদের আনন্দে মাতলেন গওহর, আলি গোনিরা, থাকল ছবি

ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন হিন্দি টেলিভিশন জগতের তারকারা

আজ খুশির ইদ। দেশজুড়ে পালিত হচ্ছে ইদ উল ফিতর।

সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব।

খুশির ইদে বি-টাউন তারকাদের পাশাপাশি টেলিভিশন তারকারাও ভক্তদের শুভচ্ছা জানিয়েছেন

গওহর খান, আমির আলি, আলি গোনি, সোফি চৌধুরী সহ অনেক তারকা ইদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন

জাহির খান, নকুল মেহতার মতো টেলি তারকারাও ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভক্তদের

ইদ পালন ঘিরে সর্বত্রই ইসলামধর্মাবলম্বীদের মধ্যে থাকে উৎসাহ, উৎসবের আনন্দ।

গোটা রমজান মাস ধরে ইসলাম ধর্মাবলম্বীরা পালন করেন ‘রোজা’। তারপর আসে খুশির ইদ।