By
Published 24 Nov, 2024
Hindustan Times
Bangla
সম্পর্কের বয়স ১৪ বছর, বিবাহিত জীবনের ৭ বছর পার করলেন গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ।
৭ম বিবাহবার্ষিকী উদযাপনে তাঁরা শহরে নেই, ছেলে ধীরকে নিয়ে বেড়াতে চলে গিয়েছেন গৌরব-ঋদ্ধিমা।
গৌরব-ঋদ্ধিমা ঠিক কোথায় গিয়েছেন, তা তাঁরা স্পষ্ট করে না জানালেও ছবিতে পোশাক দেখেই স্পষ্ট কোনও এক হিল স্টেশনই তাঁদের গন্তব্য।
গৌরব-ঋদ্ধিমা ও ছোট্ট ধীর তিনজনকেই ব্লু ডেনিম জিন্সের সঙ্গে সোয়েটার পরতে দেখা গিয়েছে।
ছেলে ধীরকে নিয়ে হাসিখুশি ছবি দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা।
দু-দিন আগেই পঞ্জাবের স্বর্ণমন্দির থেকে ধীরকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন গৌরব-ঋদ্ধিমা। আর তাতেই অনুমান এবার তাঁদের গন্তব্য উত্তর ভারত।
সালটা ২০১০, সেবছরই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা হয় গৌরব-ঋদ্ধিমার।
একে অপরের সঙ্গে বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের নভেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা।
এরপর ২০২৩-এ গৌরব-ঋদ্ধিমার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান, ছেলের নাম রাখেন ধীর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…