গৌরব-ঋদ্ধিমার এই সফরের সঙ্গী, অভিনেতার ছোটবেলার আরও একবন্ধু ও তাঁর পরিবার।
গৌরব-ঋদ্ধিমা ও ধীরের সঙ্গে সেলফি তুলেছেন অভিনেতা দেবপ্রিয়।
ছবিগুলি পোস্ট করে গৌরব লেখেন, ‘নতুন বছর, নতুন স্মৃতি! দার্জিলিং আমাদের উন্মুক্ত বাহুডোরে স্বাগত জানিয়েছিল, সেখানকার শ্বাসরুদ্ধকর দৃশ্যের মাধ্যমে। তবে সবচেয়ে ভাল বিষয়, আমাদের শৈশবের বন্ধুদের এবং ছোটদের সঙ্গে সময় কাটানো।’
গৌরব লেখেন, ‘এই হাসি, অন্তহীন গল্প এবং মুহূর্তগুলি আমরা চিরকাল লালন করব।’