By Priyanka Mukherjee
Published 5 Sep, 2023

Hindustan Times
Bangla

ঋদ্ধিমার উন্মুক্ত বেবি বাম্পে হাত গৌরবের! কবে মা হচ্ছেন সব্যসাচীর বউমা? 

৯ মাসের অন্তঃসত্বা ঋদ্ধিমা। এই মাসেই মা হবেন পর্দার সত্যবতী। প্রেগন্যান্সি শ্যুটের নতুন ছবিতে আদরে মাখামাখি গৌরব-ঋদ্ধিমার

সাদা পোশাকে রং মিলান্ত হবু মা-বাবার, ঋদ্ধিমার স্ফীতোদরে হাত রেখে দাঁড়িয়ে গৌরব। ভাইরাল জুটির মিষ্টি মুহূর্ত

প্রেগন্যান্সি জার্নির  টুকরো ঝলক মাঝেমধ্যেই সোশ্যালে শেয়ার করে নিচ্ছেন গৌরব ঘরণী

কাজ সামলে অন্তঃসত্ত্বা স্ত্রীর খুব যত্ন নিচ্ছেন গৌরব। ঋদ্ধিমার কথায়-  ‘ও খুব খেয়াল রাখছে আমার। ভীষণভাবে যত্ন নিচ্ছে। এই যে সবসময় আমার পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি।’

বাবা ও শ্বশুরের হাতে গত সপ্তাহেই সাধ খেয়েছেন ঋদ্ধিমা

সেপ্টেম্বরেই ডেলিভারির তারিখ ঋদ্ধিমার, মাতৃত্বের জেল্লা ঠিকরে বেরোচ্ছে তাঁর শরীর থেকে