By Tulika Samadder
Published May 2, 2023

Hindustan Times
Bangla

আরশোলায় জেরবার? এবার ঘরোয়া কৌশলে বিদায় হবে সহজে

গৃহস্থের জীবন জেরবার করতে আরশোলার জুরি মেলা ভার। এটি দেখতে নিরীহ হলে কী হবে এমনিতে খুব ক্ষতিকর।

বাড়িতে বারবার পেস্ট কন্ট্রোলের লোক ডেকে বিরক্ত হয়ে গেলে নিজেই হাত লাগান। কাজে লাগান এই ঘরোয়া টোটকাগুলি-

তেজপাতা গুঁড়ো করে বাড়ির সব কোনায় ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই গুঁড়ো ছড়ান। গন্ধেই পালাবে।

লবঙ্গ আরশোলা তাড়ানোর ভালো উপায়। রান্নাঘরের ড্রয়ারে এবং স্টোর রুমের তাকে কিছু লবঙ্গ রাখুন। দিন দশ পর-পর বদলে দিন। 

১ মগ গরম জলে সাদা ভিনিগার মিশিয়ে নিন ১ চামচ। তা দিয়ে রান্নাঘরের সব কোনা মুছুন। আসবে না আরশোলা।

বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির গন্ধে আরশোলা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।

কেরোসিন তেল ব্যবহার করলেও আরশোলা পালিয়ে যায়। 

১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা আর ১ চামচ কোকো পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গোল্লা পাকিয়ে ঘরের কোনে রাখুন। খেলেই মরে যাবে আরশোলা।