Hindustan Times
Bangla

পুষ্পা-২ ঝড়ের মধ্যেই বক্স অফিসে নিজস্ব ক্যারিশ্মা ধরে রেখে ৭৫ দিন পার করে ফেলেছে 'বহুরূপী'।

বক্স অফিসে ‘বহুরূপী’র ৭৫তম দিন পার করা উপলক্ষ্যে সেলিব্রেশন হবে না, তাও কি হয়! জমিয়ে হল উদযাপন।

কেক কেটে ছবির সাফল্য উদযাপন করলেন 'বহুরূপী'র পরিচালক, অভিনেতা ও কলাকুশলীরা।

ছবির সাফল্য উদযাপনে নায়িকা কৌশানিকে কেক খাইয়ে দিতে দেখা গেল শিবপ্রসাদকে।

তখন পরিচালক নন্দিতা দাসকে কেক খাইয়ে দিচ্ছিলেন কৌশানি মুখোপাধ্যায়।

‘বহুরূপী’র ৭৫ দিন পূর্তি উপলক্ষ্যে সেলিব্রেশনে হাজির ছিলেন আসল 'বহুরূপী' ননীচোরা দাস বাউল।