Hindustan Times
Bangla

দাদু-ঠাকুমারাই পারেন এগুলি শেখাতে, নাতি-নাতনির জীবন গড়ে দিতে পারে এই কথাগুলি

দাদু-ঠাকুমাদের মতো সুশিক্ষা কেউ দিতে পারে না। পরিবার একসঙ্গে বাস করলে ভালোবাসা বাড়ে এবং অসুবিধা কম হয়।

বাবা-মায়েরা শিশুদের বড়দের সম্মান করতে শেখান। কিন্তু গুরুজনেরা এর বিশেষ গুরুত্ব ব্য়াখ্যা করে শিশুদের শেখান।

দাদু-ঠাকুমারা ছোট থেকেই শিশুদের ভালো আচরণ করতে শেখান। বসা, ওঠা থেকে শুরু করে সব কিছুই বুঝিয়ে দেন।

প্রবীণরা সব সময় ভাগ করে কাজ করতে বিশ্বাসী। কথায় আছে, ভাগ করলে যত্ন বাড়ে।

দাদু-দিদিমারা ভালো ভাবে শিশুদের মধ্যে সহানুভূতি বাড়িয়ে তুলতে পারে। তারা জানেন, কার সঙ্গে কেমন আচরণ করতে হয়।

বাড়িতে সন্তানদের দায়িত্ব-বহন করেন দাদু-দিদিমারা। তাঁরা এ বিষয় শিশুদের ভালো শিক্ষা দেন। তাঁরা শিশুদের দায়িত্বশীল করে তোলেন।

প্রবীণরা ভালো করেই জানেন শান্ত থাকলে সমস্যার সমাধান করা যায়। তাঁদের চেয়ে ভালো এ বিষয় আর কেউ শেখাতে পারবে না।

দাদু-দিদিমারা শিশুদের সহচর্য শেখাতে পারেন। কীভাবে জীবনসঙ্গীর সঙ্গে সারা জীবন একসঙ্গে কাটানো যায় শেখাতে পারেন।

দাদু-দিদিমারা ছোট থেকে শিশুদের সঞ্চয়ের পাঠ শেখাতে পারেন।