Hindustan Times
Bangla

বাড়িতেই ফলান টমেটো! খরচ বাঁচবে, তেমন পরিশ্রমও নেই

বাজারে টমেটোর আকাশ ছোঁয়া দাম। তবে অনেকই বাড়িতে সবজি চাষ করতে ভালোবাসেন। কীভাবে বাড়িতে টাটকা এবং জৈব টমেটো চাষ করবেন?

বাড়িতে টমেটো চাষ করা খুব সহজ। বেশ কিছু টিপস মেনে চললেই বাড়িতে ফলন করতে পারবেন এই গাছ।

টমেটো চাষের জন্য প্রথমে ভালো মানের টমেটো বীজ প্রয়োজন। এর জন্য ঘরে রাখা বীজ বা বাজার থেকে আনা বীজ ব্যবহার করতে পারেন।

টমেটো গাছ ফলনের জন্য উর্বর মাটির প্রয়োজন। গাছ লাগানোর আগে মাটি রোদে রাখুন।

রোপণের জন্য় বীজটি মাটির ২ থেকে ৩ ইঞ্চি গভীরে রাখুন।

বীজ রোপণের পর পাত্রে জল ও সার যোগ করুন।

গাছের জন্য সর্বদা জৈবিক সার ব্যবহার করুন।

টমেটো গাছের জন্য প্রতিদিন সূর্যালোক প্রয়োজন। সপ্তাহে ২-৩ দিন গাছে জল দিন।