Hindustan Times
Bangla

ঘন চুল পাবেন কয়েক দিনেই, ৮ টিপসেই দূর হবে চিন্তা

রোজ মাথার স্ক্যাল্প মাসাজ করান। তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। 

হিট ট্রিটমেন্ট করান অনেকেই। এতে চুলের বেশ ক্ষতি হয়। একেবারেই বন্ধ করুন হিট ট্রিটমেন্ট।

চুল অনুযায়ী তেল বেছে নিন। যেকোনও তেল মাখলে চুলের ক্ষতির আশঙ্কা বেশি।

চুল অনুযায়ী শ্যাম্পু বাছুন। বেশি কেমিক্যাল নেই, এমন শ্যাম্পু বেছে নিন।

সপ্তাহে দুবার করে চুল ধুয়ে নিন। এতে চুল ভালো থাকে ও বড় হয়।

ঘরোয়া উপায়ে কফি কন্ডিশনার তৈরি করে নিন। কফির দ্রবণ তৈরি করে চুলে লাগান, তারপর ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস চুল ঘন করুন। সপ্তাহে একবার করে পেঁয়াজের রস লাগালেই ফল পাবেন।

চুলে শ্যাম্পু লাগানোর আধঘণ্টা পর চুল অনুযায়ী সিরাম লাগান। এতে চুল দ্রুত ঘন হবে।